নাগরিক ডেস্ক: ঈশ্বরদীতে রজব মোল্লা নামে এক ভণ্ড পীরের দুধ দিয়ে গোসল করা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী (সাকড়েগাড়ী) ওয়াবদা সংলগ্ন গ্রামে আনুষ্ঠানিক ভাবে মাইক বাজিয়ে ভক্তদের হাতে দুধ দিয়ে গোসল করার পর ৫ম সাধুসঙ্গ অনুষ্ঠানের উদ্বোধন করেন রজব মোল্লা নামের ওই ভণ্ড পীর। তার নামও পরিবর্তন করে রাখা হয়েছে, ‘ভিন্নবাবা রজব ভাণ্ডারী’। ঘটনাটি এলাকাবাসীর মাঝে বিরূপ মনোভাবের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, রজব মোল্লা এলাকা থেকে হঠাৎ উধাও হয়ে যান। নিখোঁজের পর পাঁচ বছর আগে এলাকায় এসে তিনি পীর বনে যান। তার বেশ-ভুষা, কথা-বার্তা ও চলাচলেও কিছু পরিবর্তন লক্ষ্য করেন এলাকাবাসী। তবে এলাকার বেশির ভাগ লোকই তাকে ‘ভণ্ড’ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু তার মুরিদ হয়ে সেখানে যাওয়া-আসা করেন অনেকে। বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিকটু হলেও রজব মোল্লাকে কিছুই বলেন নি তারা। এই সুযোগে তিনি এলাকায় তার কার্যক্রম বাড়াতে থাকেন। এরই অংশ হিসেবে এবার চিঠি ছাপিয়ে, মাইক বাজিয়ে আয়োজন করেন ৫ম সাধুসঙ্গ অনুষ্ঠানের।রোববার সেই অনুষ্ঠানে ভক্তদের হাতে দুধ দিয়ে গোসল করেন তিনি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(ছবি সূত্র : সমকাল)