শামীম আনসারী, নাগরিক নওগাঁ : স্মরনে আবরনে নওগাঁয় পালিত হলো কবি শাহ আলম চৌধুরীর ১৯তম মৃত্যু বার্ষিকী। শুক্রবার কবির স্মরণে দিন ব্যাপি বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও চিত্র অংকন প্রতিযোগিতা, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নওগাঁ আবৃত্তি পরিষদের আয়োজনে ও শাহ আলম চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় নওগাঁ পুরাতন কালেক্টরেট চত্তরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি পরিষদের সভাপতি ডাঃ ময়নুল হক দুলদুল ও শাহ আলম চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি প্রয়াত কবির সহধর্মিনী দিল আফরোজ আলম।
এ সময় বক্তব্য রাখেন আবর্তণ সম্পাদক অধ্যক্ষ (অব) প্রফেসর শরিফুল ইসলাম খান, ইতিহাস গবেষক ও কবি আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক (অব) সাহিত্যিক তৌহিদ আহমদ, কবি ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য-কালা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাবিন শাহরিয়ার, রংপুর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর আতাহার আলী খান, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, উপন্যাসিক বরেন্দ্র ফরিদ, আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ। অনুষ্ঠান গুলো পরিচালনা করেন বিশিষ্ট আবৃত্তিকার রফিকুদ্দৌলা রাব্বী।
নৃত্যে আবদানের জন্য শাহ আলম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে নৃত্যাঞ্জলীর পরিচালক শহিদুল ইসলাম সেলিমকে ক্রেষ্ট, মানপত্র ও নগদ শুভেচ্ছাঅর্থ দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর আবৃত্তি ও চিত্র অংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।