নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারাংপুর বড়মসজিদের পাশ্বে ঢাকা কোচের মুখোমুখি সংঘর্ষে বিলাশ বিশ্বাস (৩০) নামের হানিফ পরিবহনের ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত বিলাশ নাটোর জেলার গুরুদাসপুর উপজপলার লুৎফর রহমানের ছেলে।
জানা যায়, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে চাঁপাইগামী হানিফ পরিবহন ও ঢাকাগামী একতা পরিবহন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারাংপুর জামে মসজিদের কাছে পৌছলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হানিফ পরিবহনের ড্রাইভার বিলাশ বিশ্বাস আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এই ঘটনায় ওই বাসের হেলপার মামুন মিয়া আহয় হয়ে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে আছে। এই ঘটনায় বাস দুটিকে থানা হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা ও লাশ পরিবারের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে গোদাগাড়ী মডেল থানার এসআই আকবর আলী জানান