নাগরিক প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে এক ধর্ষক কে আটক করা হয়েছে। পরে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ই ফেব্রুয়ারী বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের বয়ারমারী গ্রামের জনৈক এর মেয়েকে উপজেলার দিগরাম ঘুন্টি বাউসপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আমজাদ আলী ঘাস দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। কর্তৃপক্ষ আমাদের অবহিত করার সাথে সাথে ধর্ষককে আটক করতে সক্ষম হয়। বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।