নাগরিক প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গম খেত থেকে রাজিব আলী (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজিব আলী ভোলাহাট উপজেলার বড়গাছী গ্রামের ইবরাহিম আলীর ছেলে।
রাজিব আলী বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে আখের গুড় তৈরীর ঘরে ঘুমিয়ে ছিল। কিন্তু সকালে সে বাড়ি না গেলে বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন নিকটবর্তী একটি গম খেতে রাজিবের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ।