চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: পারিবারিক দ্বন্দের জেরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকলামপুরে ছেলে বৌ ও নাতি’র হাতে খুন হয়েছেন শীষ মোহম্মদ (৬৭) নামের এক বৃদ্ধ। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ জানান, শীষ মোহম্মদের তিন ছেলে বিদেশে থাকে। তাঁদের পাঠানো টাকা নিয়ে পরিবারে কলহ ছিল। এরই এক পর্যায়ে প্রবাসী মেজ ছেলে কামালের বাড়িতে রোববার দুপুর দেড়টায় বৃদ্ধের সাথে ঝগড়া হয় কামালের স্ত্রী লিপি বেগম (৩২) ও নাতি লিটনের (১২)। ঝগড়ার এক পর্যায়ে লিপি ও লিটন হাসুয়া দিয়ে কুপিয়ে বৃদ্ধকে মারাত্মক জখম করে। পরে বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান। পুলিশ রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী শেফালি বেগম থানায় লিপি ও লিটনকে আসামী করে হত্যা মামলা করেন।