নাগরিক প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাত্র ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৩ বছরের এক শিশুকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপার্দ করা হয়। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জের বিনোদপুরে।

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আরেক শিশু আটক
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিনোদপুর ইউনিয়নের বিশ্বানাথপুর খলিফা টোলা গ্রামের ছয় বছরের এক শিশুকন্যাকে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম (১৩) প্রলোভন দেখিয়ে নির্মানাধীন একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং জসিম(১৩)কে হাতেনাতে আটকে রেখে পরে পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, এ ঘটনায় শিশুকন্যাটির মা বাদী হয়ে শুক্রবা রাতে একটি মামলা করেছে। মামলা নং ৯.তারিখ ০২-০২-১৮ । তিনি আরো জানান, শিশুটিকে থানায় এনে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। এসআই কারুজ্জামান বলেন, ‘ শিশুটির নাকে সামান্য ক্ষত দেখা গেছে । ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি’।