মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : ঝিনাইদহ পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা সরকার উৎখাতের ৪টি মামলায় বিএনপি জামায়াতের ২২৫ জনের নাম উল্লেখ করে আড়াই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে মৃত এক বিএনপির নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ইদ্রিস আলী নামে দুই বছর আগে মারা যাওয়া নলডাঙ্গা গ্রামের ওই বিএনপি নেতা ঝিনাইদহ সদর থানা বিএনপির সহ-সভাপতি ছিলেন। মামলায় তার পদবীও সহ-সভাপতি ব্যবহার করা হয়েছে। তবে তার গ্রাম বা পিতার নাম না থাকায় বিভান্তি দেখা দিয়েছে। তবে বিএনপি নেতারা দাবী করছেন গনহারে আসামী করতে গিয়ে মৃত ব্যক্তিরাও বাদ যায়নি। ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আলাউদ্দীনের দায়েরকৃত ১৫ নং মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে সহ-সভাপতি ইদ্রিস আলীকে। তিনি এই মামলায় ২১ নং আসামী। এছাড়া নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা বদিউর রহমানের দায়েরকৃত ১৭ নং মামলাও ইদ্রিস আলীকে ১৭ নং আসামী করা হয়েছে। কিন্তু সহ-সভাপতি পদে ইদ্রিস আলী নামে বিএনপির জেলা, থানা ও পৌর কমিটিতে কেও নেই। এদিকে ই¯্রসি আলীর ছেলে আহসান কবীর জানান, তার পিতা ২০১৬ সালের ১৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি সদর থানা বিএনপির পুরানো কমিটির সহ-সভাপতি ছিলেন। হয়তো ভুল করে তার পিতার নাম এসেছে বলেও দাবী করেন আহসান। আদালত সুত্রে জানা গেছে, গত ৪ ফেব্রয়ারী ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ও ২৫ (খ) ধারায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০/৯০ জনকে আসামি করে মামলা করেন। ৬ ফেব্রয়ারী ঝিনাইদহ সদর থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে একই ধারায় করা দায়েরকৃত মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ৭ ফেব্রয়ারী সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আলাউদ্দীনের দায়েরকৃত মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ আরো ৪০/৫০ জন আসামী হয়েছেন। গত ৮ ফেব্রয়ারী সদর উপজেলার নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা বদিউর রহমানের দায়েরকৃত মামলায় ৭৯ জনের নাম উল্লেখসহ আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। সর্বশেষ দুটি মামলায় আসামী হয়েছেন বিএনপির প্রয়াত নেতা কথিত ইদ্রিস আলী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, জেলা, থানা ও পৌর বিএনপির নতুন কমিটিতে ইদ্রিস আলী নামে তাদের কোন সহ-সভাপতি নেই। তবে পুরানো কমিটিতে নলডাঙ্গ গ্রামের মরহুম ইদ্রিস আলী ছিল বলে আব্দুল মালেক যোগ করেন। তিনি আরো বলেন, ৩ বছর আগের পুরানো কমিটির অনেকের পদ পদবী দিয়ে মামলা করা হলেও বর্তমান কমিটিতে তাদের পদ পদবী ভিন্ন। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস জানান, বিএনপির সাবেক নেতা ইদ্রিস আলীই হচ্ছে ওই মামলার আসামী করা হয়েছে। কারণ সহ-সভাপতি পদে ইদ্রিস আলী নামে কেবল তিনিই ছিলেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, মামলায় যে ইদ্রিস আলীকে দেখানো হয়েছে তিনি দুই বছর আগেই মারা গেছেন। বিষয়টি নিয়ে বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ও ১৫ নং মামলার বাদী আলাউদ্দীন জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ইদ্রিস আলীর নাম এসেছে। ইদ্রিস আলী মৃত হলে বিষয়টি ভুলের কারণে হয়েছে বলেও তিনি স্বীকার করেন। এদিকে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এবং ১৭ নং মামলার বাদী বদিউর রহমান জানান, তিনি মৃত হলে আদালতে লিখিত দিয়ে সংশোধন করা যাবে। বিষয়টি নিয়ে সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, না ওটার তো কোন ঠিকানা ছিল না। পরে আমরা ঠিক করে দিয়েছি।

চার মামলায় আসামী বিএনপি‘র ২৫০ নেতা-কর্মী : বাদ যায়নি মৃত ব্যক্তি !
About the author
Related Articles
-
নাটোরে বাস চাপায় তিন বাইক আরোহী নিহত
-
নওগাঁয় ট্রেনের ছাদ থেকে পড়ে ৪ যাত্রীর মৃত্যু
-
খালেদার সাজার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ
-
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধ খুন
-
বাক প্রতিবন্ধি এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ি
-
নাটোরে প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষক আটক
-
চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ জাল রুপিসহ আটক ২
-
নাটোরে ট্রাকের পিষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
-
নওগাঁয় অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি
-
নওগাঁয় পুত্রবধূর পরকীয়ায় জীবন দিলো শ্বাশুড়ী
-
নাটোরে প্রশ্নপত্র ফাঁস : দশ পরীক্ষার্থীসহ গ্রেপ্তার ১৩
-
নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ হোতা গ্রেপ্তার
-
শিবগঞ্জ সীমান্তে ৬ আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী আটক
-
চাঁপাইনবাবগঞ্জে ওভার প্রিন্ট প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা
-
এশিয়ার সর্ববৃহৎ বটগাছের বেহাল দশা : ৪’শ বছরের ঐতিহ্য রক্ষার উদ্যোগ নেই
-
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কারাগারে
-
খালেদার রায়ে প্রকাশ্যে মাঠে নামলেন কবীর হোসেন
-
প্রতিবন্ধকতা জয় করতে চায় প্রতিবন্ধী সাদ
-
খালেদা জিয়া কি নির্বাচন করতে পারবেন?
-
অ্যাম্বুলেন্স থেকে শিশুকে ফেলে দিলো পাষান্ডরা
জেলার সংবাদ
ক্যাম্পাস
সংগঠন সংবাদ
বিশেষ প্রতিবেদন

ধর্ম-কর্ম
ইসলামী জীবনাদর্শে সূফীবাদ
June 09, 2018