নাগরিক প্রতিবেদক: রাজশাহীর তানোরে বিস্ফোরক জেহাদী বইসহ গ্রেপ্তারকৃত ৩ জঙ্গির ১০দিনের রিমান্ড আবেদন জানিয়েছে তানোর থানা পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে তানোর থানা পুলিশে হস্তান্তর করেন র্যাব-৫। মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসঅাই আবুল খায়ের পিন্টু বলেন, র্যাবের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০দিনের রিমান্ড আবেদন জানিয়ে ৩ জঙ্গিকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভোরে তানোর উপজেলার তালন্দ ইউপি’র বিলশহর গ্রামের মৃত জহুর মন্ডলের পুত্র সাহেবজান আলী (৩৫), জেকের আলীর পুত্র আবুল কালাম আজাদ (২৮) এবং খলিল উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৮) কে বিষ্ফোরকসহ গ্রেফতার করে র্যাব।