নাগরিক ডেস্ক: পাবনায় এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আব্দুল আলিম (১৮)। সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে বুধবার গভীর রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়। সে পাবনা ইসলামিয়া কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র পাশাপাশি পয়দা বাজারে সেলুনের কাজ করতো। সে কুমিল্লি গ্রামের আবু বক্কারের ছেলে। পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পয়দা গ্রমে জলসা চলচ্ছিল, নিহত আলিম রাত সারে নয়টার দিকে দোকান বন্ধ করে জলসা শুনতে যায়। জলসা শেষে বাড়ী ফেরার পথে সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাকে পয়দা পুকুর পারে নিয়ে গলা কেটে হত্যা করে। ফজরের নামাজের জন্য গ্রামের মুসুল্লিরা পুকুর পার দিয়ে আসার পথে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। সে পাবনা ইসলামিয়া কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র পাশাপাশি পয়দা বাজারে সেলুনের কাজ করতো।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে এলাকাবাসি পয়দা মাঠের পুকুরপারে আলিমের লাশ দেখতে পেয়ে আমাদের জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।