নাগরিক প্রতিবেদক: ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে আসছেন। তিনি রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবার পাশাপাশি ২৯ট উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। আর প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে রাজশাহী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী সেজেছে নানা সাজে। মাদ্রাসা মাঠ থেকে শুরু করে রাজশাহীর সকল রাস্তা, বিভিন্ন মোড়, গুরুত্বপূরণ স্থান, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে সরকারের উন্নয়মূলক প্রচার-প্রচারণা সংবলিত ব্যানার, তোরণ, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন প্রচারণায় ভরে গেছে। নগরীর রাস্তাগুলোতে এসেছে চাকচিক্য। ভাঙা-চোরা রাস্তার মেরামত প্রায় শেষ।
এ সফরে প্রধানমন্ত্রীর কাছে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ৯টি উন্নয়ন ভাবনা, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১৮টি এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে চেম্বার নেতৃবৃন্দ ১১ দাবি তুলে ধরা হবে। এর মধ্যে রাজশাহীবাসীর পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ নিশ্চিত করণ, নগরীতে আবেদনকারীদের বাসাবাড়িতে গ্যাসের সংযোগ স্থাপন, গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্প পূন: বিবেচনায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহন, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, আরো একটি সিএনজি স্টেশন স্থাপন অন্যতম। এছাড়া রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু করন, আব্দুলপুর-রাজশাহী-রহনপুর ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, ভুখন্ড রক্ষায় স্থায়ী নদী তীর প্রতিরক্ষা প্রকল্প গ্রহণ, কৃষিভিত্তিক ইপিজেড প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নগরীর একাধিক মাধ্যমিক স্কুল সরকারি করন, ক্রিকেট টেষ্ট ভেন্যু স্থাপন, পদ্মা নদীর চরে সরকারি ভাবে অর্থনৈতিক জোন স্থাপন, পদ্মানদীর রাজশাহী-চাঁপাই ও চারঘাট-বাঘা ড্রেজিং প্রকল্প গ্রহণ করে নদীপথে পন্য সরবরাহ ব্যবস্থা চালু করণ, আম, টমেটোসহ অন্যান্য ফল সংরক্ষণে কোল্ড ষ্টোরেজ স্থাপন এবং নারী শিল্পোদ্যোক্তাদের বিশেষ ঋণ সহায়তার দাবি অন্যতম
জনসভার আগে প্রধানমন্ত্রী মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ কাজ ও মহানগর পুলিশ সম্প্রসারণ করে করে নতুন আটটি থানাসহ ২৯ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ২৫টি উদ্বোধন এবং চারটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
