নাগরিক ডেস্ক: বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান যুবকের মহানুভবতায় নতুন জীবন ফিরে পেতে চলেছে দুর্ঘটনায় পঙ্গু হওয়া ভাগ্যাহত এক শিক্ষার্থী। তার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান যুবক সাইফুল বাসির এক লক্ষ টাকা প্রদান করেন।
সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানার মির্জাপুর ইউ পির খোলসী গ্রামের মৃত আব্দুল হান্নান এর পুত্র মেসবাউল হক আহত হন। পরবর্তীতে তিনি অর্থাভাবে উন্নত চিকিৎসায় ব্যর্থ হয়ে পঙ্গু হয়ে যান। পরে এখবর জানতে পেরে বাংলাদেশী বংশোদ্ভুত নিউ ইয়র্ক স্টোনি ব্রুক ইউনিভারসিটির অনার্স ক্লাসের ছাত্র, সাইফুল বাসির এগিয়ে আসেন। তিনি সহপাঠিদের কাছ থেকে সংগ্রহকৃত এক লক্ষ টাকা গতবুধবারমেসবাউল হক ‘র গ্রামের বাড়ীতে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট পরামানু বিজ্ঞানী (ব্রুক হেভেন নাশন্যাল ল্যাব, নিউ ইয়র্ক) আনোয়ার হোসেন,এলাকার ইউ, পি চেয়ারম্যান ইসরাইলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।