নাগরিক প্রতিবেদক: রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে কবিতা (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে স্বামী কর্তৃক নির্যাতন ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। স্ব¦ামী আবু রায়হান হত্যা ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেছেন তার স্ত্রী কবিতা বেগম বিষ পান করে আত্মহত্যা করেছেন। পুলিশ নিহত গৃহবধুর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কবিতা বেলঘরিয়া মাদ্রসা থেকে চলতি বছরে দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।