নাগরিক ডেস্ক: নতুন জীবন শুরুর আগেই প্রাণ হারাল শিলিগুড়ি ডাবগ্রামের জয়দেব ঘোষ। বয়স ৪২। বৃহস্পতিবার সকালে বিয়ের দিন বাড়ির বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের থেকে জানা যায়, মাস চারেক আগে জয়দেববাবুর বাড়ির লোক তার বিয়ে ঠিক করে। তাতে তিনি সম্মতিও দিয়েছিলে। তখনও পরিবারের কেউ বুঝতে পারে নি যে তিনি কোনও মানসিক অশান্তিতে রয়েছেন। বুধবার রাতে বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে তিনি যোগদানও করেন। কিন্তু হঠাৎই বিয়ের দিন সকালে এরকম ঘটনা ঘটে। পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।