নাগরিক প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ করা হয়। সকাল ৮:৩০টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে নগরভবন হতে প্রভাতফেরি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূবনমোহন পার্ক শহীদ মিনারে মেয়র ও কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন। বাদ যোহর সোনাদীঘিস্থ রাজশাহী সিটি কর্পোরেশন জামে মসজিদে জাতির শান্তি অগ্রগতি ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রভাত ফেরিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মুসলিমা বেগম বেলি, ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ তাহেরা বেগম মিলি, ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সুলতানা রাজিয়া, ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শামসুন নাহার, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাসিরা খানম, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর আবু বাক্কার কিনু, ২৮নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ আশরাফুল হাসান বাচ্চু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, সচিব খন্দকার মোঃ মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হকসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।