নাগরিক প্রতিবেদক: রাজশাহীতে মাদক ব্যবসায়ী এনামুল হক (৩৫)‘র যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। রোববার বিকালে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তারেক মুর্শেদ সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
রায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ পরিশোধ না করলে আরও ৬ মাস বিনাশ্রম কারাভোগর আদশে দেয়া হয়। সে গোদাগাড়ী উপজেলার কৃষ্ণবাঢি কালিদীঘি গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। আদালত সূত্পর জানায়, ২০১৪ সালের সেপ্টেম্বরে এনামুল হকের বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়।