নাগরিক ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত ১৫ জনকে হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মহানন্দা বাসের চালক ফারুক হোসেন (৩৫)। তিনি গোদাগাড়ীর আতাউর রহমানের পুত্র। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া জায়নি।
রাজশাহী থেকে একতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা পরিবহন নামের আরেকটি বাস রাজশাহীর দিকে আসছিল। এসময় গোদাগাড়ীর কামারপাড়া মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় ও ১৫ জন অহত হন।