নাগরিক ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমে যাওয়ায় এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সবগুলো সূচকই আগের দিনের চেয়ে কমেছে। ব্যাপক দরপতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হলেও শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। তবে সেটাও মাত্র তিন মিনিটের জন্য। এদিন সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরুর তিন মিনিট পর সকাল ১০টা ৩৩ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স-আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৬ পয়েন্টে ওঠে। তবে এরপরই শুরু হয় পতন। সকাল ১১টা ১১ মিনিটে সূচকটি কমে ৬ হাজার ১১ পয়েন্টে নেমে আসে।
এরপর সাড়ে ১১টা নাগাদ সূচকটি ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬ পয়েন্টে উঠলেও এরপর ক্রমাগত কমতে থাকে। এক পর্যায়ে দুপুর ২টা ১২ মিনিটে সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ১০৫ পয়েন্ট কমে ৫ হাজার ৯৪৫ পয়েন্টে নেমে যায়। শেষ দিকে আবার সামান্য বাড়লেও দিনের লেনদেন শেষে সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ১০০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৫০ পয়েন্ট নেমে আসে।
ডিএসইএক্স ছাড়াও এদিন ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৪ পয়েন্টে ও ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে নেমে আসে।ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৪৯টির দরবৃদ্ধির বিপরীতে দর কমে ২৭০টির। আর আগের দিনের দরে অপরিবর্তিত থাকে ১৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।ডিএসইতে এদিন প্রায় ৪৪০ কোটি টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচা হয়, যা আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৭২ কোটি টাকা কম।এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরপতন হয়েছে, যার প্রভাবে কমেছে সবগুলো সূচকই।
সিএসইতে এদিন লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৭টির দরবৃদ্ধির বিপরীতে কমে ১৭৬টির। আর আগের দিনের দরে অপরিবর্তিত থাকে ১৪টির দর।দিন শেষে সিএসই৫০ সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২২৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৭৩২ পয়েন্টে, সিএসইএক্স সূচক ১৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ১৪৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৫১ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭০ পয়েন্টে ও সিএসআই সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ২৪৫ পয়েন্টে নেমে আসে। তবে বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরপতন এবং এর প্রভাবে সবগুলো সূচক কমলেও সিএসইতে রোববার লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সিএসইতে প্রায় ৩০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে প্রায় সোয়া ২ কোটি টাকা বেশি।